Wednesday, March 12, 2014

Newyork -এর আকাশে থাকার কথা ছিল ঝলমলে রোদ

Newyork-এর  আকাশে থাকার কথা ছিল ঝলমলে রোদ. কিন্তু আজ বৃষ্টি হচ্ছে থেমে থেমে।  এ বৃষ্টি হয়ত থেমে যাবে। ...আকাশ ভেঙ্গে রোদ আলোকিত করবে পুরো শহর। ..কিন্তু মনের রোদ কবে আবার এ মনকে আলোকিত করবে। ...সে দিনটার  প্রহর গুনছি খুব করে। ...সে দিন টা  কি আসবে ???

No comments: