Thursday, October 16, 2014

মরছে মানুষ অগনিত

মরছে মানুষ অগনিত...এখানে নয়তো সেখানে... আজ ইরাক...কাল সিরিয়া...পরশু আফগানিস্তান... পরদিন পাকিস্তান... মরছে মানুষ তারা মুসলিম... মারছে যারা তারা ও মুসলিম। ফেসবুকে প্রতিবাদের ঝড় নেই...হ্যাশট্যাগ নেই...আসিফ নজরুল, ণুরুল কবির...এদের টকশোর কান্না নেই...কেন?? মুসলিম মারলে সেটা জায়েজ? আজ যদি কোন কোন ইহুদি, বোদ্ধ, হিন্ধু, খৃষ্টান তাদের মারতো??? ভরে উঠত ফেসবুকের পাতা... টকশোর ব্যস্ততা বেড়ে যেত... অতি উৎসাহে দুই একটা উপসানালয় ভাংচুর হতো... অথচ সবাই আমরা আজ নিশ্চুপ... ঠাণ্ডা... না সবাই আমরা নিশ্চুপ নই... আমরা ব্যস্ত...লতিফ সিদ্দিকীকে নিয়ে... পিয়াস করিম শহীদ মিনারে যাবে কিনা এই সব নিয়ে...

No comments: