Thursday, March 13, 2014

সেন্টিগ্রেড আর ফারেনহাট

আমি নতুন এখানে... আজ সাতদিন হয়নি এখন ও। বাংলাদেশের সাথে এখানে অনেক কিছুর মিল আছে...আছে অনেক অদ্ভুত অমিল। মজার একটা অমিল হলো এখানকার তাপমাত্রা নিয়ে। সাধরনত দেশে আমরা সেন্টিগ্রেড দিয়ে তাপমাত্রা প্রকাশ করি। কেউ জিগ্যেস করলে বলি ১২ ডিগ্রী বা ১৬ ডিগ্রী। এর অর্থ ১২ বা ১৬ ডিগ্রী সেন্টিগ্রেড। কিন্তু এখানে এসে আমার মানিয়ে নিতে জামেলা হচ্ছে। সবাই প্রকাশ করে ফারেনহাট দিয়ে। মিতু যখন জিগ্যেস করে টেম্পারেচার কত...আমি মুঠোফোন থেকে দেখে বলি মাইনাস ৬ বা মাইনাস ২... সে আমার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে... এত দিনে এটা ও শিখতে পারলাম না... মিতুর চোখে বিস্ময়... আমার ভাল'ই লাগে...
সেন্টিগ্রেড আর ফারেনহাট এর খুনসুটি উপভোগ করি... আর অপেক্ষা করছি Newyork এর আকাশে ঝলমলে রোদের...

No comments: