Thursday, October 16, 2014

এতদিন কোথায় ছিলেন

প্রধানমন্ত্রী আরব আমিরাত যাচ্ছেন এ মাসের শেষের দিকে... স্বাক্ষরিত হবে কয়েকটি চুক্তি... খুলতে পারে বন্ধ হওয়া শ্রমবাজার...এ সব জানা কথা... কিন্তু হুট করে আমিরাতের মন্ত্রী কে চিঠি লিখতে গেলেন আমাদের যুবরাজ, ইতিহাসবিদ তারেক রহমান...শ্রম বাজার খুলে দিতে...বিনিয়োগ বাড়ানোর আহবান... এতদিন কোথায় ছিলেন...পথ ভুলে তবে কি চিঠি দিলেন???

মরছে মানুষ অগনিত

মরছে মানুষ অগনিত...এখানে নয়তো সেখানে... আজ ইরাক...কাল সিরিয়া...পরশু আফগানিস্তান... পরদিন পাকিস্তান... মরছে মানুষ তারা মুসলিম... মারছে যারা তারা ও মুসলিম। ফেসবুকে প্রতিবাদের ঝড় নেই...হ্যাশট্যাগ নেই...আসিফ নজরুল, ণুরুল কবির...এদের টকশোর কান্না নেই...কেন?? মুসলিম মারলে সেটা জায়েজ? আজ যদি কোন কোন ইহুদি, বোদ্ধ, হিন্ধু, খৃষ্টান তাদের মারতো??? ভরে উঠত ফেসবুকের পাতা... টকশোর ব্যস্ততা বেড়ে যেত... অতি উৎসাহে দুই একটা উপসানালয় ভাংচুর হতো... অথচ সবাই আমরা আজ নিশ্চুপ... ঠাণ্ডা... না সবাই আমরা নিশ্চুপ নই... আমরা ব্যস্ত...লতিফ সিদ্দিকীকে নিয়ে... পিয়াস করিম শহীদ মিনারে যাবে কিনা এই সব নিয়ে...

মালালা ও নোবেল পেল

শেষ পর্যন্ত যা ভাবছিলাম তাই হলো... মালালা ও নোবেল পেল... তার সাথে ভারতের কৈলাস... ভুলে যাওয়া একটা স্মৃতি মনে পড়লো... স্কুলে পরীক্ষার সিট বসাতো... একটা ভালো ছাত্রের সাথে একটা দূর্বল ছাত্র... নোবেল কমিটি কৈলাসের সাথে মালালা কে পার করে দিতে পারলো? মালালা কেন নোবেল পেল? শিশু ও তরুণদের অধিকার আদায়ের সংগ্রামে অবদানের স্বীকৃতি হিসাবে নোবেল পুরস্কার পেল তালেবান হামলায় বেঁচে যাওয়া পাকিস্তানি কিশোরী মালালা... সে অধিকার কতটুকু আদায় হয়েছে?? মাত্র সতের বছর বয়সে আবদানের(?) স্বীকৃতি মালালাকে কোথায় নিয়ে যায় দেখার বিষয় সেটাই...