Thursday, October 16, 2014

মালালা ও নোবেল পেল

শেষ পর্যন্ত যা ভাবছিলাম তাই হলো... মালালা ও নোবেল পেল... তার সাথে ভারতের কৈলাস... ভুলে যাওয়া একটা স্মৃতি মনে পড়লো... স্কুলে পরীক্ষার সিট বসাতো... একটা ভালো ছাত্রের সাথে একটা দূর্বল ছাত্র... নোবেল কমিটি কৈলাসের সাথে মালালা কে পার করে দিতে পারলো? মালালা কেন নোবেল পেল? শিশু ও তরুণদের অধিকার আদায়ের সংগ্রামে অবদানের স্বীকৃতি হিসাবে নোবেল পুরস্কার পেল তালেবান হামলায় বেঁচে যাওয়া পাকিস্তানি কিশোরী মালালা... সে অধিকার কতটুকু আদায় হয়েছে?? মাত্র সতের বছর বয়সে আবদানের(?) স্বীকৃতি মালালাকে কোথায় নিয়ে যায় দেখার বিষয় সেটাই...

No comments: